০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পিএম ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার এবং আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজিবি জানায়, মাধবখালী, খোশালপুর ও পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে মোট ৪৮ বোতল ফেনসিডিল ও ৫১৬ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি। এছাড়া বাঘাডাংগা ও খোশালপুর সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের সময় আটজন বাংলাদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আটকদের মহেশপুর থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত মাদক আইনি প্রক্রিয়ার জন্য জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক...