০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, বৈঠকে দুই নেতা বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার অংশগ্রহণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সরকারি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এটি হবে বহু বছরের মধ্যে প্রথম প্রকৃত গণতান্ত্রিক ভোট। তিনি বলেন, গত ১৬ বছরে যা ঘটেছে,...