০৯ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম ম্যাচের ত্রয়োদশ মিনিটে হামজা চৌধুরীর গোলে এগিয়ে যাওয়ার পর তিন গোল হজম। শেষ দিকে আশা দেখালেন শেখ মোরছালিন। শোমিত সোমের যোগ করা সময়ের গোলে জাগল এক পয়েন্টের আশা। কিন্তু হলো না শেষ রক্ষা। রুদ্ধশ্বাস লড়াইয়ের একেবারে অন্তিম মুহূর্তে গোল খেয়ে হংকং চায়নার বিপক্ষে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ৩-৪ গোলে হেরে গেছে স্বাগতিকরা। বিজয়ী দলের হয়ে হ্যাটট্রিক করেন রাফায়েল মারকিস। অধিকাংশ সময় আধিপত্য ধরে রেখেই খেলেছে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে রক্ষণ দূর্বলতায় গোল হজমের পর বিরতি থেকে ফিরে সেই খেই হারানো ফুটবলই খেলতে থাকে দল। হজম করে আরও দুই গোল। সম্ভাবনা প্রদীপ যখন নিভু নিভু। তখনই আশার...