০৯ অক্টোবর ২০২৫, ১০:৫০ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পিএম বিশ্বব্যাপী ক্যাথলিকদের আধ্যাত্মিক নেতা এবং ভ্যাটিকানের প্রধান পোপ লিও গাজা প্রসঙ্গে কাজ করা সাংবাদিকদের নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “গাজা নিয়ে সত্য প্রকাশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের কাছে আমরা ঋণী।” বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পোপ লিও বলেন- আজ যদি আমরা জানতে পারি গাজা, ইউক্রেন এবং বোমায় রক্তাক্ত প্রতিটি ভূমিতে কী ঘটছে, তাহলে এসব তথ্য পাওয়ার জন্য মূলত আমরা তাদের (সাংবাদিক) কাছে ঋণী। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এমআইএনডিএসের প্রতিনিধিদলের ৩৯তম সম্মেলনে তার বক্তৃতায় লিও বলেন, “যোগাযোগ অপরিহার্য হলেও, কে যোগাযোগ করছে এবং কী উদ্দেশ্যে তা বিবেচনা করাও সমান গুরুত্বপূর্ণ।” তিনি বিশেষভাবে বলেন, “বিবেক গঠন এবং সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা...