জাতীয় রাজনীতিতে নারীর 'অর্থপূর্ণ প্রতিনিধিত্বের' দাবি উঠে এসেছে এক আলোচনা সভায়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নারী কর্মীদের পাশাপাশি অধিকারকর্মী, সংস্কৃতিকর্মীরাও অংশ নেন। বৃহস্পতিবার ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটের থ্রি-ডি সেমিনার মিলনায়তনে অনুষ্ঠিত হয় 'সিদ্ধান্ত গ্রহণে নারীরা কোথায়?' প্রতিপাদ্য নিয়ে সম্মেলন। এ সম্মেলন ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে 'নারীর রাজনৈতিক অধিকার ফোরাম'। তারা এই সম্মেলনের আয়োজকও। ফোরামের ভাষ্য, বাংলাদেশের গণতন্ত্রকে পূর্ণতা দিতে হলে সংসদকে হতে হবে অন্তর্ভুক্তিমূলক, আর সেই অন্তর্ভুক্তির কেন্দ্রে দেশের ৫১ শতাংশ নারীর ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করা কেবল ন্যায়সঙ্গতই নয়, সংবিধানের সমতার নীতির সরাসরি বাস্তবায়ন। সম্মেলনে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, "ঐকমত্য কমিশন যখন বসে, তারা যখন গ্রুপ ছবি তোলে বা আমরা টেলিভিশনে দেখি, তখন দেখতে ভালো লাগে না;...