দলের মনোনয়ন নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসা সিলেটের সাবেক মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী এবার স্থানীয় সমস্যার সমাধানে আন্দোলনের ডাক দিয়েছেন। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপে এক খুদেবার্তা পাঠিয়ে তিনি সিলেটবাসীর প্রতি এ আহ্বান জানান। খুদেবার্তায় আরিফ জানান, ‘গণজমায়েতের অংশ হিসেবে আগামী রোববার বেলা ১১টায় সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এক সমাবেশ হবে। বৃহত্তর সিলেটের যোগাযোগব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতে জনগণের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এই অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে এবং একটি যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আমরা সবাই একত্র হব। আসুন দলমত–নির্বিশেষে আমরা সবাই একত্র হই, আমাদের প্রিয় সিলেটের অধিকার আদায়ের এই ন্যায্য আন্দোলনে।’ এতে অংশ নিতে বৃহত্তর সিলেটবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।...