কী হওয়ার কথা ছিল, আর কী হলো! শিরোনামটা হতে পারত ‘এভাবেও ফিরে আসা যায়!’ সেখান থেকে কী হলো, তা তো দেখতেই পাচ্ছেন! আজ জাতীয় স্টেডিয়ামে লেখা হতে পারত হামজা-শমিত-মোরসালিনদের ডানায় চড়ে অসামান্য এক প্রত্যাবর্তনের গল্প, কিন্তু সেখানে ৪-৩ গোলে হেরে বাংলাদেশের এশিয়ান কাপ স্বপ্নের কবর রচনা হয়ে গেল রীতিমতো। প্রতিপক্ষ শক্তিসামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে হারিয়ে দিয়ে গেলে না হয় কিছুটা হলেও মনকে সান্ত্বনা দেওয়া যেত। কিন্তু বাংলাদেশ যে হেরে বসেছে নিজেদের ভুলেই। তাও একটা নয়, তিন তিনটে ভুলে, যার শেষটা এসেছে একেবারে শেষ মুহূর্তে। তখন শূন্য দৃষ্টি নিয়ে হামজা চৌধুরীর অভিব্যক্তিটাই বলে দিচ্ছিল সব। এমন এক ম্যাচে হারের পর এমন কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকা ছাড়া আর কীইবা করার থাকে কারো? অথচ ম্যাচের শুরুটা রীতিমতো স্বপ্নের মতো হয়েছিল। ম্যাচের আগে যাকে...