কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্টের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক ইয়াসমিন রীমা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহজাদা এমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মো. ওমর ফারুকী তাপস এবং দফতর সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু। সভায় বক্তারা বলেন, চৌদ্দগ্রাম উপজেলা সাংবাদিকতার একটি উর্বর ক্ষেত্র। এখান থেকেই বহু গুণী সাংবাদিকের জন্ম হয়েছে যারা বর্তমানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। উপজেলা পর্যায়ে সাংবাদিকতার অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বক্তারা বলেন, চৌদ্দগ্রামের প্রায় পাঁচ লক্ষ...