রাজধানীর মিরপুর বিভাগে মাদক বিরোধী অভিযানে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ডিএমপির মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) মিরপুর বিভাগের পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প, মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর, রুপনগর থানাধীন মাইশা কনস্ট্রাকশন, দারুস সালাম থানাধীন বাগানবাড়ি আবাসিক এলাকা, কাফরুল থানাধীন আগারগাঁও তালতলা ও শাহআলী থানাধীন গুদারাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের মিরপুর বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসাইনের আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক আদালত ১১ জনকে সর্বোচ্চ ৩ মাসের এবং বাকিদের সর্বনিম্ন ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।...