স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ২০২৪ সালের উত্তাল আন্দোলনের সময়কার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ডিবি হেফাজতে থাকাকালীন আন্দোলন বন্ধের ঘোষণা না দিলে আমাদের হত্যার নির্দেশ ছিল। এই হত্যার নির্দেশ এসেছিল সরাসরি শেখ হাসিনার কাছ থেকে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ তার সাক্ষ্যে অভিযোগ করেন, ৩২ ঘণ্টা অনশনে থাকার পর আন্দোলনের সমন্বয়কদের ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়। জুলাই হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি চানখারপুলের ভয়াবহ ঘটনার বিবরণ দিতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, চাইনিজ রাইফেল, শট গান ও ছড়া গুলি ব্যবহার করে পুলিশ ও এপিবিএন সদস্যরা চানখারপুলে ছয়জন আন্দোলনকারীকে হত্যা করে। এরমধ্যে আমার সামনেই...