পঞ্চগড়ে মাত্র ১৬ মাসে পবিত্র কুরআনুল কারিম মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে শাহরিয়া প্রধান শিহাব নামে ১১ বছর বয়সি এক কিশোর। তার এই অর্জনে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকার হলি কুরআন নুরানী কিন্ডারগার্টেন মা্দরাসায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। মাদ্রাসার পক্ষ থেকে তাকে দেওয়া হয় রাজকীয় বিদায়। শিহাব ওই ইউনিয়নের নালাগছ গ্রামের মনিরুজ্জামান প্রধানের ছেলে। মাদরাসা সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে শিহাব ওই মাদ্রাসায় ভর্তি হয়। নিয়মিত পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের যত্নে মাত্র ১৬ মাসের মধ্যেই সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয়। তার এই অসাধারণ সাফল্যে শিক্ষক, সহপাঠী ও অভিভাবক সবাই মুগ্ধ ও গর্বিত। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার...