এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার, (০৯ অক্টোবর ২০২৫) সাহিত্যে নোবেল বিজয়ী ১২২তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। তার বিষয়ে এই অ্যাকাডেমি বলেছে, ‘তার মনোমুগ্ধকর এবং দূরদর্শী লেখা যা প্রলয়াতঙ্কের মাঝেও শিল্পের শক্তিকেই প্রতিবিম্বিত করে।’ পুরস্কারের অর্থমূল্য হিসেবে এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনার পাবেন ক্রাসনাহোরকাই। ১৯৫৪ সালে জন্ম নেওয়া ক্রাসনাহোরকাই দ্বিতীয় হাঙ্গেরিয়ান লেখক, যিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন। এর আগে প্রয়াত ইমরে কের্তেস ২০০২ সালে এই পুরস্কার জিতেছিলেন। লাসলো ক্রাসনাহোরকাই দুই ডজনের বেশি বই লিখেছেন। তার প্রথম উপন্যাস সাতানতাঙ্গো ২০১৫ সালের ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ এবং ২০১৩ সালের বেস্ট ট্রান্সলেটেড বুক অ্যাওয়ার্ডসহ (ফিকশন) বহু সাহিত্য পুরস্কার জিতেছে। এ উপন্যাসে তিনি বিশ্বের শেষ সময়ের পরিস্থিতি নিয়ে একটি পোস্টমডার্ন চিত্রকল্প একেছেন। ১৯৮৫...