টান টান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ-হংকং খেলায় হারলো ৪-৩ গোলে। আজ বৃহস্পতিবার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে শুরুতে দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর পিছিয়ে পড়ে ৩-১ গোলে। সেখান থেকে ঘুড়ে দাড়িয়ে শেষ দিকে সমিত সোম, মোরসালিনের গোলে স্কোর ৩-৩ করে বাংলাদেশ। যখন উৎসব আনন্দেমেতে উঠেছে ঢাকা স্টেডিয়ামের গ্যালারি তখনই শেষ মিনিটের গোলে গ্যালারিতে বিষাদের কালো ছায়া নামিয়ে আনেন হংকং চায়নার হ্যাটট্রিক হিরো রাফায়েল মারকিস। ম্যাচের শেষে মিনিটে তার গোলে ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাশলে ওয়েস্টউডের শিষ্যরা। এই হারে বাংলাদেশের মূল পর্বে খেলার স্বপ্ন কার্যত অসম্ভবই বলা চলে। হংকংয়ের বিপক্ষে ১৯ বছর আগে সবশেষ ম্যাচে এশিয়ান কাপের বাছাইয়েই গোলশুন্য ড্র করেছিল বাংলাদেশ। প্রায় দুই দশক পরের মুখোমুখি লড়াইয়ে একাধিক গোল পেলেও জিততে পারল...