হংকংয়ের বিপক্ষে র্যাংকিংয়ে পেছনে থেকে খেলতে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। তবে এ সমীকরন শুধু খাতা-কলমে সেটাই যেন গোল করে শুরুতেই প্রমান দেয় লাল-সবুজ প্রতিনিধিরা। এগিয়ে যাওয়ার বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে উঠে গ্যালারি। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করে তারা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোল হজম। তাতে সম্ভাবনার যে প্রদ্বীপ জ্বলেছিল, তা নিভে যাওয়ার উপক্রমণ হলো। কিন্তু নাটকীয়তার তখনও বাকি। শেষ দিকে নানা বাঁক পেরিয়ে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে হেরেই গেল বাংলাদেশ।এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে লড়ছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে অধরা জয়ের গল্প লেখা হলো না এবারও।ম্যাচের ১৩তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। বাম প্রান্ত থেকে সরাসরি গোলবারে কোণাকুণি ফ্রি-কিক নেন হামজা। যা হংকংয়ের এক ফুটবলারের মাথা ছুঁয়ে তাদের জালে...