এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। ম্যাচে হামজা চৌধুরীর গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে রক্ষণভাগের বেশ কয়েকটি ভুলে শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিদের। এ ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে জায়ান আহমেদের। ম্যাচের শুরু থেকে হংকং চায়নাকে চেপে ধরে বাংলাদেশ। ১৩ মিনিটে সেই কাঙ্খিত মুহূর্ত, ডি বক্সের বাইরে থেকে বুলেটগতির এক ফ্রি কিকে গোল করেন হামজা দেওয়ান চৌধুরী। হংকং চায়নার গোলরক্ষক ইয়াপ হাং ফাই বুঝতেই পারেননি বল। বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। হামজার গোলের পর পাসিং ফুটবল খেলা শুরু করে বাংলাদেশ। ২৬ মিনিটের সময় ফরোয়ার্ড রাকিব আহমেদের গোলমুখে একটি দুর্দান্ত ক্রস হেড করতে যান ফাহিম, তবে সেটি ফাউল ধরেন রেফারি। ভালো একটি সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। পরে রাকিবের আরও একটি...