০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:১১ পিএম গত ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমি ৬৯ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির এ হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। কোয়াটারলি প্রবৃদ্ধির (কিউজিডিপি) প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে- গত অর্থবছরের চতুর্থ কোয়াটার অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ, যা দ্বিতীয় কোয়াটারে ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। তুলনামূলক প্রবৃদ্ধি কমেছে চতুর্থ কোয়াটারে এসে। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ১৪ শতাংশ। সেই তুলানায় ২০২৪-২৫ অর্থবছরের শেষ কোয়াটারে প্রবৃদ্ধি বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ...