০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম দেশের দক্ষিনাঞ্চলের উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৫ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এর মধ্যে অনলাইন ও অফলাইনে শিশুর রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। সারাদেশের ৫ কোটি শিশু -কিশোর পাবে টাইফয়েড টিকা। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো মোরেলগঞ্জ উপজেলায় সাড়ে ৮৫ হাজারের অধিক শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে পুরো উপজেলায় ৩৮৪টি কেন্দ্রে মাধ্যমে প্রায় ৮৪ হাজার শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে বিনামূল্যে ১ ডোজ করে টিকা দেওয়া হবে। এই টিকার আওতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও এতিমখানাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ টিকা পাবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী...