এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের ঘরের মাঠে দারুণ শুরু করেও প্রথমার্ধ শেষে জয় নয়, সমতা নিয়েই বিরতিতে যেতে হয়েছে বাংলাদেশকে। হামজা দেওয়ান চৌধুরীর নিখুঁত ফ্রি-কিকে এগিয়ে গিয়েও যোগ করা সময়ে রক্ষণের বড় ভুলে গোল হজম করে সমতায় ফিরে যায় অতিথি হংকং চায়না। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় মাঠে আধিপত্য ছিল লাল-সবুজদের। কোচ হাভিয়ের কাবরেরা শুরু থেকেই আক্রমণাত্মক পরিকল্পনায় দল সাজিয়েছিলেন। শুরুর কয়েক মিনিটেই বাংলাদেশের খেলোয়াড়দের গতি, পাসিং এবং বল দখলে শ্রেষ্ঠত্ব দেখে উচ্ছ্বাসে ভাসছিল জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। বাংলাদেশের আক্রমণভাগে শুরু থেকেই নেতৃত্ব দেন ইংল্যান্ডে জন্ম নেওয়া বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ম্যাচের মাত্র ১২তম মিনিটেই তার বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক থেকে এগিয়ে যায় বাংলাদেশ। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে পাওয়া ফ্রি-কিকটি নিখুঁতভাবে গোলমুখে পাঠান হামজা। বলটি হংকং গোলরক্ষকের হাত ফসকে জালে জড়িয়ে...