উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘ডিবি হেফাজতে থাকাকালীন আমাদের হত্যার নির্দেশ ছিল। শেখ হাসিনা সরাসরি এ নির্দেশ দিয়েছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে আনাসসহ ৬ হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এসব তথ্য দেন তিনি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার দশম দিনে উপদেষ্টার আংশিক জবানবন্দি শেষ হয়। তার অবশিষ্ট জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১৬ অক্টোবর পরবর্তী দিন রাখা হয়। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, একপর্যায়ে তাদের (সমন্বয়ক) তুলে নিয়ে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়। সেখানে আটকে রাখার সময় ডিবি কার্যালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে...