ভালো খেলেছে কোন দল? বাংলাদেশ, নিঃসন্দেহে। ভালো বললে কম বলা হয়, দারুণ খেলেছে বাংলাদেশ! ভুল বেশি করেছে কোন দল? সেটাও নিঃসন্দেহে বাংলাদেশ। হংকং ভুল করেছে, তবে বাংলাদেশ বেশি করেছে, এই আর কী! প্রতিপক্ষকে উপহার বেশি দিয়েছে কোন দল? দুর্ভাগ্যজনকভাবে, সেটাও বাংলাদেশ। হংকং শুধু দুটি জায়গায় এগিয়ে থাকল। এক, প্রতিপক্ষের ভুল কাজে লাগানোর দক্ষতায়। দুই, স্কোরলাইনে গোলের সংখ্যায়। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-হংকং ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ এটুকুই। চারটা বড় ভুল করেছে বাংলাদেশ, চারটা গোল খেয়েছে সেভাবেই। চারটিই বাংলাদেশের পক্ষ থেকে ‘উপহার’ বলা যায়। শেষ মুহূর্তে গোল দিয়ে সমতা আনার পরও একেবারে শেষ মিনিটে গোল খেয়ে ৪-৩ গোলে হেরে গেছে বাংলাদেশ! এভাবেও ম্যাচ হেরে যাওয়া যায়! বাংলাদেশের পারফরম্যান্স দেখার পর তা-ই মনে হবে। ফ্রি-কিক থেকে হামজার চোখধাঁধানো গোলে এগিয়ে...