ময়মনসিংহে জেলাপর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সিভিল সার্জন অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। এ সময় সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ, স্কুল হেলথ মেডিকেল অফিসার ডা. শরীফ নূর জান্নাত, ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শিশু ও কিশোরদের টাইফয়েডের মতো ঝুঁকিপূর্ণ রোগ থেকে রক্ষা পেতে এ ক্যাম্পেইন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি নিরাপদ প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে বলে মনে করেন বক্তারা। জেলায় মোট ১৩ লাখ ৪৫ হাজার ৯৩৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে...