০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পিএম রাজধানীর মিরপুর বিভাগে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) মিরপুর বিভাগের পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প, মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর, রূপনগর থানাধীন মাইশা কনস্ট্রাকশন এলাকা, দারুস সালাম থানার বাগানবাড়ি আবাসিক এলাকা, কাফরুল থানার আগারগাঁও তালতলা এবং শাহআলী থানার গুদারাঘাট এলাকায় একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসাইনের আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১১ জনকে সর্বোচ্চ তিন মাস এবং বাকিদের সর্বনিম্ন ১৫ দিনের...