চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নেওয়া আরও ৩টি প্যানেল নিজেদের ইশতেহার ঘোষণা করেছে। তিন প্যানেলের ঘোষিত ইশতেহারে নিরাপদ ও সহিংসতামুক্ত ক্যাম্পাস, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবহনব্যবস্থা উন্নয়ন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও চাকসু ভবনের সামনে অনুষ্ঠিত পৃথক তিন সংবাদ সম্মেলনে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ ও ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল তাদের ইশতেহার তুলে ধরে।সচেতন শিক্ষার্থী সংসদের ১২ বিভাগের ইশতেহার :ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ১২টি বিভাগে মোট ৯১টি উপদফা সংবলিত ইশতেহার ঘোষণা করেছে। বিকেল ৪টার দিকে বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী...