বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান বলেছেন, গুণগত শিক্ষা ও সবার জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আমরা কাজ করছি। এই দুই খাতের মৌলিক পরিবর্তন আনতে হবে। দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনের মূল ভিত্তি হলো শিক্ষা ও স্বাস্থ্য খাত। জনগণের জন্য সুলভ ও মানসম্মত শিক্ষা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিএনপির অন্যতম কাজ।বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর সাগরিকা বার আউলিয়া কমিউনিটি সেন্টারে পাহাড়তলি থানা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় সাঈদ আল নোমান বলেন, দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাত আজ চরম অব্যবস্থাপনা, বৈষম্য ও দুর্নীতির শিকার। আমরা চাই প্রতিটি শিশু যেন মানসম্মত শিক্ষা পায় এবং প্রতিটি নাগরিক...