দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমেছে। তবে ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে এখনো কম-বেশি বৃষ্টির দেখা মিলছে। রোববার (১২ অক্টোবর) পর্যন্ত কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের এ প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রোববার পর্যন্ত দেশের কিছু অঞ্চলে বৃষ্টি থাকতে পারে। এর আগের দুই দিন (শুক্র ও শনিবার) ঢাকায়ও বৃষ্টি থাকতে পারে। ১২ অক্টোবরের পর দেশে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে। ১৫ অক্টোবরের দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে পারে। এতে মাসের মাঝামাঝি সময়ে দেশ প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে। এতে তখন তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু...