রংপুরের সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও মারধর করার ঘটনায় দায়ের হওয়া এক মামলায় আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মিছিল নিয়ে সহস্রাধিক এলাকাবাসী কাচারীবাজারে যান। পরে তারা মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ফরহাদ হোসেন, মনিরুজ্জামান হিজবুল, জাকারিয়া ইসলাম জীম, রায়হান মনুসর, ইকবাল আহমেদ, মুরাদ হোসেন, সাব্বির হায়দার আশিক, মেজবাহুল হিমেল প্রমুখ। বক্তারা বলেন, ‘জুলাই রাজবন্দির নাম ব্যবহার করে অটোরিকশার লাইসেন্স প্রদানের আয়োজন’ শীর্ষক সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বাদলকে অপহরণ করে আসামিরা। তাকে সিটি করপোরেশনের কক্ষে নিয়ে যাওয়াসহ ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়। এ ঘটনায় সাংবাদিকরা আন্দোলন করে আসছেন। তবুও পুলিশ প্রশাসন প্রধান আসামিসহ অন্যদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি। শুধুমাত্র ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা আরও বলেন, সরকারি...