শেষ বাঁশির আগ মুহূর্তে গোল হজম করে শেষ হয়ে গেল বাংলাদেশের লড়াই। অতিরিক্ত সময়ের নবম মিনিটে হংকংয়ের করা চতুর্থ গোলের সঙ্গে সঙ্গেই রেফারির বাঁশি—আর সেই বাঁশিই যেন বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের আশার সমাপ্তির ঘণ্টাধ্বনি।হতে পারত এক অনুপ্রেরণার গল্প। হতে পারত বাংলাদেশের ফুটবলে নতুন এক অধ্যায়—যেখানে হামজা চৌধুরীর নিখুঁত ফ্রি কিক আর তরুণ সামিত সোমের মাথা থেকে আসা গোল জয়ের সাক্ষী হবে ঢাকার ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। কিন্তু সেই গল্প লেখা হলো না। শেষ বাঁশি বাজার মুহূর্তে এক অমনোযোগ, এক ভুল সিদ্ধান্তে ভেসে গেল সবকিছু। হংকংয়ের কাছে ৩-৪ গোলে হেরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচ শেষ করল বাংলাদেশ। আর এই ম্যাচের হার কার্যত শেষ করে দিয়েছে বাংলাদেশের আশা।বৃহস্পতিবার রাতের ম্যাচে শুরুটা ছিল আশাব্যঞ্জক। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা মিডফিল্ডার হামজা চৌধুরী...