শক্তি-সামর্থে এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে শুরুটা দুর্দান্ত করল বাংলাদেশ। হামজার চোখ জুড়ানো গোলে লিডও নিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটিতে ভাটা পড়ল। হংকংকে যেন দুটি গোল উপহারই দিল বাংলাদেশ। শেষদিকে শমিত সোম-জামাল ভূঁইয়াদের আগমনে লড়াই জমিয়ে তুলেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে আবারও গোল হজম করে হারল হাভিয়ের কাবরেরার দল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে ‘সি’ গ্রুপে ৩ ম্যাচ খেলে দুই হার আর এক ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট এক। ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে আক্রমণের চেষ্টা করছিল বাংলাদেশ। সেই চেষ্টার ফলাফল আসে ১৩ মিনিটেই। বাংলাদেশকে এগিয়ে নেন হামজা। বক্সের বাইরে সেটপিস পেয়েছিল বাংলাদেশ। সেই সেটপিস থেকে দৃষ্টিনন্দন গোল করলেন হামজা চৌধুরী। বক্সের বামপ্রান্ত থেকে বাঁকানো শটে কাপিয়ে দেন হংকংয়ের...