ঢাকা জাতীয় স্টেডিয়ামের আলো ঝলমলে রাতে গ্যালারিভর্তি দর্শকরা স্বপ্ন দেখেছিল বাংলাদেশ এবার ইতিহাস লিখবে। পাড়ি জমাবে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে। কিন্তু সাত গোলের রুদ্ধশ্বাস এক নাটক শেষে ভাঙল সেই স্বপ্ন। হামজা চৌধুরীর আগুনঝরা গোলে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত ৪–৩ ব্যবধানে হংকংয়ের কাছে হারতে হলো লাল-সবুজের জার্সিধারীদের। এই হারের মধ্য দিয়ে বলতে গেলে প্রায় শেষ হয়ে গেল বাংলাদেশের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার আশা। অন্যদিকে এই জয়ে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার দোরগোড়ায় পৌঁছে গেল হংকং।আরো পড়ুন:হামজার গোলে প্রথমার্ধে বাংলাদেশ ১, হংকং ১হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশে নেই ফাহামিদুল-সমিত-জামাল হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশে নেই ফাহামিদুল-সমিত-জামাল খেলা শুরু থেকেই প্রাণবন্ত ছিল বাংলাদেশ। আক্রমণভাগে দারুণ সমন্বয় আর দর্শকদের গর্জন যেন জ্বালিয়ে দিচ্ছিল খেলোয়াড়দের। ম্যাচের মাত্র ১৩তম মিনিটে দলের বড় তারকা হামজা...