হঠাৎ করেই মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে বগুড়ার যমুনায় হু হু করে পানি বাড়তে শুরু করে। ওইদিন উজান থেকে নেমে আসা ঢলে ২৪ ঘণ্টায় নদীতে পানি বৃদ্ধি পায় ৯৯ সেন্টিমিটার। নদীর পানি বিপৎসীমার অনেক নিচে থাকলেও পানির স্রোত বেশি থাকায় নদীর বেশ কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বুধবার (৮ অক্টোবর) দুপুর থেকে বগুড়া ধুনট উপজেলার শহরাবাড়ি এলাকায় প্রায় ১ কিলোমিটার জুড়ে হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয়। এ পর্যন্ত চারটি দোকান নদী গর্ভে বিলীন হয়েছে। আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন এলাকার বাসিন্দারা। এছাড়া ১০ পরিবার তাদের বাড়িঘর, আসবাবপত্র সরিয়ে নিয়েছে। দোকান পাট ও বাড়িঘরের সঙ্গে সঙ্গে প্রায় ৬০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে জিও ব্যাগ ও জিও টিউব ফেলছে।আরো পড়ুন:বরিশালে...