নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতে এক ঐতিহাসিক রেজল্যুশন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। দেশের পাঁচটি আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন, রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামি ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হলো। যে পাঁচটি ব্যাংক একীভূত হতে চলেছে, সেগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। গত এক বছরেরও বেশি সময় ধরে এই ব্যাংকগুলো মারাত্মক আর্থিক সংকটে জর্জরিত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে—তারল্য সংকট, শ্রেণিকৃত ঋণের পাহাড়, প্রভিশন ঘাটতি এবং ভয়াবহ মূলধন ঘাটতির কারণে ব্যাংকগুলো কার্যত দেউলিয়া দশায় পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক একাধিকবার তারল্য সহায়তা দিলেও কোনো ফল আসেনি। এই কঠিন বাস্তবতা...