বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর শহরের রায়পুর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ সালেকার বসতঘরের পাশে থাকা একটি প্লাস্টিকের বস্তা পুকুরে ভেসে ওঠে। পরে একজন বস্তাটি কৌতূহলবশত পুকুর থেকে তুলে দেখেন, ভেতরে টাকা ভর্তি আরও দুটি বস্তা। বস্তা দুটিতে এক, দুই, পাঁচ, দশ, বিশ, পঞ্চাশ ও শত টাকার অনেক নোট ও পয়সা। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেশী আব্দুল কাদের জাগো নিউজকে জানান, ৫-৭ জন প্রায় চার ঘণ্টা গুনে মোট এক লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া গেছে। বেশ কিছু টাকার নোট ছিঁড়ে অচল হয়ে গেছে। স্থানীয়রা জানান, ভিক্ষুক সালেকা পাগলি ওই এলাকার মৃত আব্দুস ছালামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে রায়পুর মিলগেট এলাকার পরিত্যক্ত একটি কক্ষে বসবাস করেন। তার নাম...