কুমিল্লায় অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করা চার হাজার ৪৫১টি অবৈধ গ্যাস সংযোগের যন্ত্রপাতি ধ্বংস করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জব্দকৃত যন্ত্রাংশ থেকে মামলার আলামত হিসেবে ১০৫টি রেখে বাকি ৪ হাজার ৩৪৬টি রেগুলেটর রোলার দিয়ে চেপে ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) কুমিল্লা নগরীর চাপাপুর বাখরাবাদ অফিস প্রাঙ্গণে অবৈধ গ্যাস সংযোগের এই বিপুল পরিমাণ যন্ত্রপাতি ধ্বংস করা হয়। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ফজলে আলম জানান, বাসাবাড়ি, হোটেল ও বিভিন্ন কারখানায় অবৈধ সংযোগ নেওয়াসহ ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এসব ত্রুটিপূর্ণ যন্ত্রপাতির লিকেজ থেকে অগ্নি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এসব বিষয় নজরে রেখেই বাখরাবাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন সময় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। তিনি আরও জানান, এসব অভিযানে অন্তত সাড়ে...