গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি। তবে এই চুক্তির আওতায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলেও একজন ব্যক্তিকে মুক্তির তালিকায় রাখেনি ইসরায়েল—তিনি মারওয়ান বারঘুতি, যাকে ফিলিস্তিনিরা ‘নিজেদের নেলসন মেন্ডেলা’ বলে আখ্যা দেন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান বলেন, ‘এই বন্দি বিনিময়ের অংশ হবেন না মারওয়ান বারঘুতি।’যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হওয়া এই চুক্তি অনুযায়ী, গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে। এর মধ্যে ১,৭০০ জন পুরুষ, বাকিরা নারী ও শিশু।১৯৫৯ সালে পশ্চিম তীরের রামাল্লার কোবারা গ্রামে জন্ম নেওয়া বারঘুতি ফাতাহ দলের শীর্ষ নেতা এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক। ২০০২ সালে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং পরের বছর ৫টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...