নওগাঁ জেলার রাণীনগরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মেহেদী হাসান (২৯) পারইল পশ্চিম ফকিরপাড়া গ্রামের মখলেছার রহমানের ছেলে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার পারইল পশ্চিম ফকিরপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। মেহেদী হাসানের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে বুধবার রাতে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে আমগাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মেহেদী হাসান। মেহেদীর দুলাভাই কামাল হোসেন জানান, কয়েক দিন যাবত মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় মেহেদীর স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়ি চলে যান। বুধবার রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সঙ্গে মেহেদীও তার ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি পুকুরপাড়ের আমগাছে গলায় রশি দেওয়া অবস্থায় মেহেদীর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর...