দশ বাণিজ্যিক ব্যাংকের কাছে থেকে নিলামে আরও ১০ কোটি ৭০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২১.৮০ টাকা দরে এসব ডলার কেনা হয়েছে।এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার পরিমাণ দাঁড়াল ২০৮ কোটি ৮০ লাখ ডলার। সোমবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসাইন খান। ডলারের চাহিদা কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে বাড়তি ডলার জমা হতে থাকে। এ অবস্থায় বাজারে ডলারের দাম পড়ে যাওয়া রোধ করতে মাল্টি প্রাইস অ্যাকশন মেথডে ব্যাংকগুলোর কাছে থেকে ডলার কিনে নেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি অব্যাহত থাকা ও বৈদেশিক সাহায্যের কিস্তি ছাড়ের কারণে ডলার প্রবাহ বৃদ্ধি পায়। একই সময়ে আমদানি ব্যয় কিছুটা নিয়ন্ত্রণ করার কারণে ব্যাংকগুলোতে বাড়তি ডলার জমা হতে থাকে। ডলার উদ্বৃত্ত...