ঘটনাটি জানাজানি হলে শুভ্র নামের শহরের এক ব্যক্তি দাবি করেন, মৃত ব্যক্তি তার ভায়রা। পরে পুলিশ তার সূত্র ধরে জানতে পারে মরদেহটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামের মৃত নিতাই চন্দ্র সাহার ছেলে সাধন কুমার সাহার। তবে বিষয়টি জটিল রূপ নেয় যখন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা গাজী শাহ জামাল থানায় এসে দাবি করেন, সাধন তার পালিত সন্তান এবং তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। তাই মুসলমান ধর্মীয় রীতিতে মরদেহ দাফনের দাবি জানান তিনি। অপরদিকে, মৃত সাধনের স্ত্রী মাধবী রানী সরকার, মেয়ে তিথি সরকার এবং হিন্দু ধর্মাবলম্বী আত্মীয়রা হিন্দু রীতিতে সৎকারের দাবি জানান। ফলে পুলিশ পড়ে দোটানায়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের নির্দেশে সিনিয়র ইনস্পেক্টর রায়হান উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। আলোচনায় জানা যায়, সাধন কুমার সাহা...