ঢাকা:জাতীয় লীগকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া প্রাথমিক সিদ্ধান্তের আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ জাতীয় লীগের কেন্দ্রীয় কার্যালয়, গঠনতন্ত্র নেই, কোনো কার্যক্রমও নেই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে এমন আপত্তি জানায় এনসিপি। জাতীয় লীগ নামের একটি দলকে নিবন্ধন দেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তের বিরোধিতা করে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এ জাতীয় লীগের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আতাউর রহমান খান, তিনি একসময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন। বাংলাদেশেরও তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং একপর্যায়ে বাকশালে যোগদান করেছিলেন তার দল বিলুপ্ত করে। পরে আবার দল বিলুপ্ত করে এরশাদ সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং ১৯৯১ সালে তিনি মৃত্যুবরণ করেছেন।...