০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। প্রথমার্ধে হামজা চৌধুরীর গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার খুব কাছে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করেছে দলটি। জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে দুই দলের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বক্সের ডান প্রান্ত থেকে কোনাকুনি ফ্রি কিক শট সরাসরি জালে নিয়েছিলেন হামজা। বল হংকংয়ের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ায়। উল্লাসে ফেটে পড়ে গোটো স্টেডিয়াম। প্রথমার্ধের বাকি সময়েও বল দখল, আক্রমণ গড়ে তোলো এবং প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানোতেও এগিয়েই ছিল বাংলাদেশ। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কর্নার পায় হংকং। ডি বক্সে জটলার মধ্যে বল বিপদমুক্ত করতে পারেনি বাংলাদেশ। বল ঘুরেছে...