স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের মানুষ এখনো স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি। বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, মানবাধিকার, ও গণতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠা এখনো স্বপ্নই রয়ে গেছে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরও মানবাধিকার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। ২০২৫ সালের ১ম নয় মাসেও মানবাধিকার পরিস্থিতির প্রকৃত অবস্থা উদ্বেগজনক। নতুন বছরে মানবাধিকার পরিস্থিতির সার্বিক উন্নয়নের প্রত্যাশা থাকলেও মানবাধিকার লঙ্ঘনের পূর্বের ধারা অব্যাহত থাকার পাশাপাশি এতে নতুন কিছু ধারাও যুক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির’ (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে এসব কথা বলা হয়। প্রতিবেদনে...