ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে দারুণ শুরুর পরও বিরতিতে গিয়ে হতাশ হলো বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হংকং চায়নার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে ১-১ সমতায় মাঠ ছাড়ে দুই দল।শুরুর দিক থেকেই বল দখল আর আক্রমণে এগিয়ে ছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচের শুরুতে দলের নিয়ন্ত্রণকে সার্থক করলেন হামজা দেওয়ান চৌধুরী। তার নিখুঁত ফ্রি-কিকে লাল-সবুজ শিবিরে আসে লিড। তবে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।হামজাদের খেলা দেখতে গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকলেন দর্শকপ্রথমার্ধের যোগ করা সময়ে রক্ষণভাগের বড় ভুলে গোল হজম করতে হয় বাংলাদেশকে। ফলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার সুযোগ হারিয়ে সমতায় থামতে হয় লাল সবুজদের।দ্বিতীয়ার্ধে জয় পেতে হলে রক্ষণ আরও গোছানো ও আক্রমণে ধার বাড়াতে হবে বাংলাদেশকে। শুরুর দিক থেকেই বল দখল আর আক্রমণে এগিয়ে ছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচের শুরুতে...