চলতি বছরের প্রথম ৯ মাসে ৬৬৩ নারী ধর্ষণের শিকার হয়েছেন। আর এই সময়ে ২ সাংবাদিক হত্যাসহ ৩৪০ সাংবাদিক নির্যাতন, নীপিড়নের শিকার হয়েছেন। মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’র (এইচআরএসএস) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এইচআরএসএস’র পর্যবেক্ষণে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরও মানবাধিকার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। ২০২৫ সালের প্রথম নয় মাসেও মানবাধিকার পরিস্থিতির প্রকৃত অবস্থা উদ্বেগজনক। সংস্থাটির তথ্য মতে, গত ৯ মাসে মাসে কমপক্ষে ১ হাজার ৫১১ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন কমপক্ষে ৬৬৩ জন, যাদের মধ্যে ৩৯৩ (৫৯ শতাংম) জন ১৮ বছরের কম বয়সী শিশু। এছাড়া ১৫২ (২২...