ভারতের বিমানবাহিনী দিবসের নৈশভোজে এমন এক ‘রন্ধন অভিযান’ চালানো হলো, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নয়াদিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর জাঁকজমকপূর্ণ উদযাপনের শেষভাগে অনুষ্ঠিত হয় বিশেষ ভোজসভা—যার মেনু দেখে অনেকেই অবাক! প্রতিটি পদেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরের নাম, যেন কূটনৈতিক ভাষার পরিবর্তে রসনায় রচিত হলো এক স্যাটায়ার। মেনু প্রকাশ্যে আসতেই দেখা যায়—‘রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মাসালা’, ‘সরগোধা ডাল মাখনি’, ‘জাকোবাবাদ মেওয়া পোলাও’, ‘সক্কুর শাম সাভেরা কোফতা’, আর ডেজার্টে ‘বালাকোট টিরামিসু’ ও ‘মুজাফফরাবাদ কুলফি ফালুদা’। মেনুর এই ছবি মুহূর্তেই এক্স (আগে টুইটার) ও ইনস্টাগ্রামে ভাইরাল হয়। কেউ লেখেন, “প্লেটে যেন আসলেই পাকিস্তান!” আবার কেউ মন্তব্য করেন, “বিমানবাহিনীর রসবোধও যেন শত্রুর প্রতি বার্তা।” কয়েক ঘণ্টার মধ্যেই হ্যাশট্যাগ #RawalpindiChicken ও #IAFDay ট্রেন্ডিং হয়। এই নামগুলো কেবল রন্ধনশৈলীর কল্পনা নয়—এর পেছনে কৌশলগত বার্তাও আছে বলে...