ময়মনসিংহের ত্রিশালে ব্যবসার জন্য টাকা না দেওয়ায় মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার লোমহর্ষক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলে রিয়াদ হাসান রাজু (৩০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের বাশকুড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন— পিতা মোহাম্মদ আলী (৭০) এবং মা রানোয়ারা বেগম (৬০)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনের বেলায় মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে ঘরে লাশ লুকিয়ে রাখে ছেলে রিয়াদ হাসান রাজু। এরপর সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী বাড়ির বাইরে থেকে ঘরে ফিরলে তাকেও...