ঢাকা:জাতীয় সংসদকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক করতে বিএনপি দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, “জাতীয় সংসদকে স্বচ্ছ, জবাবদিহি, অংশগ্রহণমূলক করতে বিএনপি বদ্ধপরিকর। সংসদ সদস্য নিজের দলের বিপক্ষে কথা বলতে পারবে এটাও ৩১ দফায় রাখা হয়েছে। ” তিনি আরও বলেন, “বিএনপিও উচ্চকক্ষ চায়, তবে পিআর পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিএনপি চায় না। এমন সুশীল সমাজ উচ্চকক্ষে আসুক যারা দেশের জন্য কথা বলবে। ” শামা ওবায়েদ বলেন, “সংসদ সদস্যদের ক্ষমতা কতটা আছে, তা ভেবে দেখতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ...