দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা না করে বিদ্যমান কাঠামোকে সংস্কার করে শক্তিশালী করার পরামর্শ এসেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কাছে থেকে। বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে বেসরকারি গবেষণা সংস্থাটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব আপাত বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত এক জাতীয় সংলাপে সংস্থাটির কাছে থেকে এ পরামর্শ এসেছে। বিদ্যমান এককক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থাকেই আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে তারা। ছাত্র-গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলোসহ ৮৪টি বিষয় সংকলিত করে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করা হয়েছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের বিষয়টিও রয়েছে। জুলাই সনদ আগামী ১৫ অক্টোবর রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে। তার আগে সিপিডির কাছ থেকে এমন সুপারিশ এল।...