যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। আগামী ডিসেম্বরে ভিয়ারেয়ালের বিপক্ষে তার ক্লাব বার্সেলোনা খেলবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। লা লিগা গত বুধবার সূচিতে পরিবর্তন আনার কথা নিশ্চিত করে জানায়, ভিয়ারেয়ালের মাঠ এস্তাদিও দে লা সেরামিকা থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে মায়ামিতে। এই সপ্তাহের শুরুতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা- উয়েফা জানায়, অনিচ্ছা সত্ত্বেও তারা এর অনুমোদন দিয়েছে। ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের ভ্রমন আরও বাড়ানোর বিরুদ্ধে ডি ইয়ং। প্রতিপক্ষ দলগুলো কেন অভিযোগ করছে, বুঝতে পারছেন বার্সেলোনা ডিফেন্ডার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার মাল্টার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে লা লিগার ম্যাচ আয়োজনে নিজের আপত্তির কথা জানিয়েছেন এই ডাচ ফুটবলার। “এটা আমার পছন্দ হয়নি। আমি বুঝতে পারছি, ক্লাবগুলো অবশ্যই আর্থিক দিক থেকে লাভবান হবে...