ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে দুঃসময়ের পালা চলছে অনেক বছর ধরেই। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। যে সংস্করণে একসময় তারা ছিল বিশ্বসেরা, বছরের পর বছর টেস্ট সিরিজ হারেনি তারা, সেই সংস্করণে অনেক দিন ধরেই তারা আছে তলানির দিকে। চলতি ভারত সফরে প্রথম টেস্টে তারা সাড়ে তিন দিনেই হেরে যাওয়ার পর ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেস বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের পতনের কারণ অবকাঠামোর সমস্যা ও অর্থের ভোগান্তি। মুম্বাইয়ে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে সর্বকালের সেরা ব্যাটারদের একজন লারা সংবাদিকদের বলেছেনÑ ‘কিছু করতে হলে অবশ্যই সেটির জন্য মূলধন লাগবে। অবশ্যই সেটি বড় একটি ব্যাপার। তবে রোস্টন চেস ও অন্যদের প্রতি আমার তাগিদ, ক্রিকেট কি তারা হৃদয়ে ধারণ করে? তারা কি সত্যিই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চায়? এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এসব থাকলেই কেবল পথ বের করা সম্ভব।’...