প্রথমপর্ব প্রচারিত হবে ১০ অক্টোবর, দ্বিতীয় পর্ব ১১ অক্টোবর, তৃতীয় পর্ব ১৭ অক্টোবর, চতুর্থ পর্ব ১৮ অক্টোবর এবং ২৪ অক্টোবর প্রচারিত হবে শেষ পর্ব। সবগুলো পর্বই প্রচারিত হবে রাত নয়টায়। প্রথম পর্বের বিষয়: ‘ইউরোপিয়ানড্রিম’। তাদের অনেকের কাছে ইউরোপ যেন একটি স্বপ্নের গন্তব্য৷ কিন্তু সেখানে পাড়ি দিতে গিয়ে অনেকেই এমন সব পথ বেছে নেন যার মূল্য শুধু অর্থ নয়, কখনো কখনো দিতে হয় জীবন দিয়ে৷ আমরা খুঁজে বের করতে চাই এর কারণ৷ দেখতে চাই এই অভিবাসন প্রক্রিয়ায় সমস্যাগুলো কোথায় কোথায় লুকিয়ে আছে৷ চাই এসব সমস্যার সমাধান। শরিয়তপুরের নড়িয়া উপজেলার নলতা গ্রাম। নলতা গ্রাম থেকে এবার আমরা যাবো ইউরোপের দেশ স্পেনে৷ সেখানে অনিয়মিত পথে যাওয়া দুই প্রবাসী বাংলাদেশি তাদের দুঃসহ যাত্রার গল্প শুনিয়েছেন। যে গল্পগুলো আমাদের অনেকেরই অজানা। দ্বিতীয়পর্বের বিষয়: ইউরোপেরশ্রমবাজার। জার্মানি,...