বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নের দুরাকুঠি পাগলাপাড়া গ্রামে গরু ছাড়াই দীর্ঘ ত্রিশ বছর ধরে ঘানি টানা প্রবীন দম্পতি মোস্তাকিন-সকিনাকে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে দুইটি রিকশাভ্যান ও গরু কেনার জন্য নগদ অর্থ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকে সেফ এক্সিটের কথা যিনি বলছেন তিনিও সরকারের একজন উপদেষ্টা ছিলেন। চিন্তা করে বলতে হবে, কার কথা বলছে। যদি কোন ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহাদুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে অথবা হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি সরকারের উপদেষ্টা ছিলেন আপনি বলেন, কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে? তাদের সেফ এক্সিটের কথা তখন তারাই চিন্তা করবে, জাতি চিন্তা করবে। রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার...